menu-iconlogo
huatong
huatong
avatar

যে পথ ভূলে গেছো তুমি

RA RASELhuatong
꧁𝑹𝑨★𝑹𝑨𝑺𝑬𝑳★❤⃝🕊🍁𝑮🅿🅰🍁꧂huatong
Letras
Grabaciones
যে পথ ভুলে গেছো তুমি

চেনা অচেনার ভীড়ে

তোমার মনের নীড়ে

স্বপ্ন বুনে কি পেলাম

অবাক চোখে শুধু

তাকিয়ে থেকে

জীবনের কাছে শুধালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

হয়তো আমার ছিলো ভুল

তায়তো ভেঙে গেছে হৃদয়ের কুল

হয়তো আমার ছিলো ভুল

তায়তো ভেঙে গেছে হৃদয়ের কুল

অনেক চাওয়ার পরে সব হারিয়ে

ফাগুনের কাছে শুধালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

হয়নি জানা কি দূষে

ভালোবেসে লোকে দুঃখ পোষে

হয়নি জানা কি দূষে

ভালোবেসে লোকে দুঃখ পোষে

আমার আঙ্গিনা কেনো

ছেয়ে গেলো আধারে

সময়ের কাছে শুধালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

চেনা অচেনার ভীড়ে

তোমার মনের নীড়ে

স্বপ্ন বুনে কি পেলাম

অবাক চোখে শুধু

তাকিয়ে থেকে

জীবনের কাছে শুধালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

যে পথ ভুলে গেছো তুমি

সে পথে আমি কেনো মন হারালাম

Más De RA RASEL

Ver todologo

Te Podría Gustar