menu-iconlogo
huatong
huatong
avatar

যদি তোর ডাক শুনে কেউ Jodi Tor Dak Shune

Rabindra Sangeethuatong
daleckithorhuatong
Letras
Grabaciones
যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

তবে একলা চলো, একলা চলো,

একলা চলো, একলা চলো রে

তবে একলা চলো, একলা চলো,

একলা চলো, একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি কেউ কথা না কয়,

ওরে ওরে ও অভাগা,

কেউ কথা না কয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়

তবে পরান খুলে....

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি সবাই ফিরে যায় , ওরে ওরে ও অভাগা,

সবাই ফিরে যায়

যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়

যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়

তবে পথের কাঁটা....

ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে

ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,

আলো না ধরে

যদি ঝড় বাদলে আঁধার

রাতে দুয়ার দেয় ঘরে

যদি ঝড় বাদলে আঁধার

রাতে দুয়ার দেয় ঘরে

তবে বজ্রানলে....

আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে

একলা জ্বলো রে

আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে

একলা জ্বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

Más De Rabindra Sangeet

Ver todologo

Te Podría Gustar