মেয়ে-: তুরুরু,রু রু রু,
তারা রা তা তা তারা রা তা
ছেলে-: তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
ছেলে-:তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
যেন গড়েছে তোমাকে লাখো বছর সময় নিয়ে
তুমি মানবী নাকি পরী..
আমি সেই ভাবনাতে মরি
মেয়ে-: তুরুরু..রু রু রু
রা রা..রা রা..
আমায় গড়েছে বিধাতা তোমায় জীবন সপে দিতে
Andrew Kishore_konok Chapa
মেয়ে-:আমায় গড়েছে বিধাতা তোমায় জীবন সপে দিতে
যেন তোমার ইশারাতে আমি এলাম পৃথিবীতে
আমি খুবই সাধারণ মেয়ে..
আজ ধন্য তোমাকে পেয়ে
ছেলে-: এই পৃথিবীর,চির বিস্ময়..
তুমি ছাড়া আর বলো কে..
ছেলে-: এই পৃথিবীর,চির বিস্ময় ..
তুমি ছাড়া আর বলো কে..
মেয়ে-:আমাকে তুমি,করেছো ঋণী..
তোমারি প্রেমের আলোকে..
ছেলে-:তুমি মানবী নাকি পরী..
আমি নিজেকে প্রশ্ন করি
তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
ছেলে-: তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
যেন গড়েছে তোমাকে লাখো বছর সময় নিয়ে
তুমি মানবী নাকি পরী..
আমি সেই ভাবনাতে মরি
ছেলে-:তোমাকে পেয়ে স্বর্গ পেলাম
আমি যেন এই ধরাতে
ছেলে-:তোমাকে পেয়ে স্বর্গ পেলাম
আমি যেন এই ধরাতে
মেয়ে-:প্রাণের'ই ফুলের মালা'টি গেঁথে
চাই যে তোমায় পরাতে
ছেলে-:তুমি মানবী নাকি পরী
বলো এ দুটি হাত ধরি
তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
ছেলে-:তোমায় গড়েছে বিধাতা
চন্দ্র তারার মাটি দিয়ে
যেন গড়েছে তোমাকে লাখো বছর সময় নিয়ে
তুমি মানবী নাকি পরী........
আমি সেই ভাবনাতে মরি....
মেয়ে-:তারা'রা.....রা'রা
তুরু রু...রু'রু'রু
আমায় গড়েছে বিধাঁতা তোমায় জীবন সপে দিতে
Rahul AMB
মেয়ে-:আমায় গড়েছে বিধাতা তোমায় জীবন সপে দিতে
যেন তোমার ইশারাতে আমি এলাম পৃথিবীতে
আমি খুবই সাধারণ মেয়ে....
আজ ধন্য তোমাকে পেয়ে.....
OK bye bye see again