menu-iconlogo
huatong
huatong
raju-mondol-upre-upre-valo-shaje-raju-mondol-cover-image

উপরে উপরে ভালো সাজে | Upre Upre Valo Shaje | Raju Mondol

Raju Mondolhuatong
❣️MSSABBIR❣️huatong
Letras
Grabaciones
শিল্পী রাজু মন্ডল

উপরে উপরে ভালো সাজে

চয়েস- "সিকদার ভাই"

Sikder- ছায়াছন্দ

কিছু মানুষ দেখলে আমার ভয় লাগে রে খুব.

কিছু মানুষ দেখলে আমার ভয় লাগে রে খুব

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

ও তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ,

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ.

তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ...

চয়েস- "সিকদার ভাই"

Sikder- ছায়াছন্দ

চোখে তাদের সুখের দৃষ্টি মুখে মিষ্টি ভাষা

কথার যাদু দিয়ে তারা বুকে বাঁধে বাসা.

বন্ধু, বুকে বাঁধে বাসা

****মিউজিক****

ও.ও চোখে তাদের সুখের দৃষ্টি মুখে মিষ্টি ভাষা

কথার যাদু দিয়ে তারা বুকে বাঁধে বাসা.

স্বার্থ,হাছিল করতে

তারা-মরে যাইবে তোমায় ছাড়া ভাব-খানা দেখাইবে

এমন থাইকা রে নিশ্চুপ

ও,তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ,

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ...

চয়েস- "সিকদার ভাই"

Sikder- ছায়াছন্দ

বিষাক্ত সাপের চেয়েও হয় ওরা ভয়ংকর.

আপন সেজে কাছে এসে ভাঙ্গে যে সুখের ঘর,

ওরা ভাঙ্গে সুখের ঘর

****মিউজিক****

ও ও বিষাক্ত সাপের চেয়েও হয় ওরা ভয়ংকর.

আপন সেজে কাছে এসে ভাঙ্গে যে সুখের ঘর,

সামনে করে কত সুনাম,পিছনে যে করে বদনাম

ওদের মুখে ঝড়তে থাকে নিন্দা আর বিদ্রোপ

ও,তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ,

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

কিছু মানুষ দেখলে আমার ভয় লাগে রে খুব.

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

কিছু মানুষ দেখলে আমার ভয় লাগে রে খুব

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ

ও তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ.

তারা বুকের মাঝে বইসা ভাঙ্গে যতনে গড়া সুখ

উপরে উপরে ভালো সাজে ভিতর অন্য রুপ....

ধন্যবাদ

Más De Raju Mondol

Ver todologo

Te Podría Gustar