menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো চাঁদ তুমি জেগে থাকো

Ramakantahuatong
Manojsfhuatong
Letras
Grabaciones
কারাওকে = ওগো চাঁদ তুমি জেগে থাকো

শিল্পী = আলকা আগনি

কারাওকে ক্রিয়েটর/মাস্টারিং = Ramakanta

কারাওকে অনুরোধ = আমার মা purabi

***** Music *****

আআআআআ আ।আ.. আ।আ

আআআআআ আ।আ.. আ।আ

***** Music *****

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

এই মধু জামিনী...

আগে তো আসেনি...

এই মধু জামিনী...

আগে তো আসেনি...

মধু মনে থাকনা জোছনা ছুয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

ওও...... এ রাতের সাক্ষী হয়ে

***** Music *****

তারাই ভরা রাতেরই আকাশ..

লাগে যেন ঝিকিমিকি স্বামীয়ানা

***** Music *****

পথের কাটাই পায়ে রক্ত ঝড়িয়ে কত

প্রেমকে নতুন করে হল গো চেনা

যাছিলো চাওয়ার__ এ মনে আমার

সবই পেলাম আমি সব হারিয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

ওও...... এ রাতের সাক্ষী হয়ে

***** Music *****

আলো আর আধারে নাম না জানা

ফুলের সুরভি আসে বাতাসে ভেসে

***** Music *****

মনে হই জেগে নই স্বপ্নে তোমার

পেয়েছি এত কাছে ভালোবেসে

হোক না মরণ তবু এ জীবন

চাইনা ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

এই মধু জামিনী...

আগে তো আসেনি...

এই মধু জামিনী...

আগে তো আসেনি...

মধু মনে থাকনা জোছনা ছুয়ে

ওগো চাঁদ তুমি জেগে থাকো

আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে

ওও...... এ রাতের সাক্ষী হয়ে

ওও...... এ রাতের সাক্ষী হয়ে

Please Like Comment Share & Subscribe

Más De Ramakanta

Ver todologo

Te Podría Gustar