অচিন মাঝি~কোন সে পারের বন্ধু~
আমি তোমার~মুখ চাইয়া থাকি।
(বাদল)
জলের ছলাত ছলাত তালে
নৌকা মেলেছে ডানা
মগ ডালে পরান পাখি
ডেকে যায় একটানা
চেয়ে থাকি~চোখ মেলে~
জলে জলে~কোলাকোলি~
আমার বাংলা মায়ের ছবি
বুকে তুলে রাখি তারে
মনে মনে~কথা বলি~
ভেঙ্গে চলো ঢেউ পারে ঠিকানা
গলা ছেড়ে গাও আলো নিশানা
চলে চলে পথ জানি একদিন হবে ফিরে যাওয়া
ও বয়ে বয়ে যায় নদী চিরকাল
এ মাটি ছেড়ে মন জানি বাচেনা
রোজ কত মুখ চেয়ে দেখি গুন গুন বলে হাওয়া।
(বাদল)
অচিন মাঝি~কোন সে পারের বন্ধু~
আমি তোমার~মুখ চাইয়া থাকি
অচিন মাঝি~~
ধন্যবাদ
(বাদল)