মেয়ে: লা লা..লা লা লা লা..
লা লা লা..লা লা লা লা লা..
মেয়ে: তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিওনা অামাকে তুমি
প্রেম যে বড় অসহায়....
ছেলে: তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিওনা অামাকে তুমি
প্রেম যে বড় অসহায়....
মেয়ে: তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
মেয়ে: তুমি যেন অামার, শত জনমের প্রেম
যুগে যুগে ছিলো পরিচয়
ছেলে: এত ভালবাসা
মেটেনা পিপাসা
পলে পলে তাই মনে হয়
মেয়ে: তুমি যেন অামার,
শত জনমের প্রেম
যুগে যুগে ছিলো পরিচয়
ছেলে: এত ভালবাসা
মেটেনা পিপাসা
পলে পলে তাই মনে হয়
মেয়ে: দোষ দিওনা,
অামাকে তুমি
তুমি যেনো প্রাণ দেহটায়....
ছেলে: তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
মেয়ে: বেঁচে অাছি অামি,
এই পৃথিবীতে
তুমি পাশে রয়েছো তাই
ছেলে: তুমি বিনা জীবন,
হবে বুঝি এমন
অাগুনে পুড়া শুধু ছাই
মেয়ে: বেঁচে অাছি অামি,
এই পৃথিবীতে
তুমি পাশে রয়েছো তাই
ছেলে: তুমি বিনা জীবন,
হবে বুঝি এমন,
অাগুনে পুড়া শুধু ছাই
মেয়ে: দোষ দিওনা অামাকে তুমি
দূরে থাকা অাজ বুঝি দায়....
ছেলে : তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিওনা অামাকে তুমি
প্রেম যে বড় অসহায়
মেয়ে: তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
দোষ দিওনা অামাকে তুমি
প্রেম যে বড় অসহায়
তোমাকে ভুলতে গিয়ে
বার বার মনে পরে যায়
সমাপ্ত