menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Tumi Sei Tumi

Riaz/Purnimahuatong
◉⃝❤⃝🅴🅻🅸🅰🆂_𝟬𝟮◄◉⃝❤⃝🕊huatong
Letras
Grabaciones

১ম ছেলে ২য় মেয়ে

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

হাত বাড়িয়ে হাতটা ধরো

মন বাড়িয়ে মনটা

বুকের মাঝে শুধুই বাঁজে

ভালোবাসার ঘণ্টা

.........

মন হারিয়ে গেছে আমার

তোমার মনের মাঝে

এখন তোমায় না দেখিলে

ভাল লাগে না যে...

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসিতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

দীঘির জলে পদ্ম ভাসে

কখনো রবিন আসে

তোমার সাথে আমার জীবন

থাকবো পাশে পাশে

..........

মনের শিল্পী ছবি আঁকে

তোমায় দেখে দেখে

কেমন করে যাব দূরে

তোমার জীবন থেকে

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

এই তুমি সেই তুমি যাকে আমি চাই

জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

ভালবাসা দাওনা তুমি আমার

কাছে আসতে আসতে

মরণ এলে মরবো আমি

তোমায় ভাল বাসতে বাসতে

ধন্যবাদ

Más De Riaz/Purnima

Ver todologo

Te Podría Gustar