menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমেরও ছোট্ট একটি ঘর

Runa Lailahuatong
rottshuatong
Letras
Grabaciones
প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও,

যেখানে রব দুজনে

ওওওওও

হারাবো মধু মিলনে।

যে ছবি আমি এঁকেছি স্বপনে,

তারে পেয়েছি জীবনে

ওওওওও

রেখেছি দু'টি নয়নে।

তুমি যে আমার কণ্ঠ মনিহার,

তোমাকে পেয়ে জীবন ধন্য আমার।

তুমি যে আমার আমি যে তোমার,

দু'জনে রবো সাথী হয়ে দু'জনার।

আমারই সাধনা তুমি,

তোমারই বাসনা আমি

স্মৃতি হয়ে রব ভুবনে,

হারাবো মধু মিলনে।

প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও,

যেখানে রবো দু'জনে

ওওওওও

হারাবো মধু মিলনে।

তুমি যে আমার প্রেমের অহংকার,

নারী জীবনে স্বামী বড় অলংকার।

সারাটি জীবন আমারএ বুকে,

সোহাগে বেঁধে নেবো আমি তোমাকে।

তোমারই চরণে জানি,

সুখেরও ঠিকানা খানি

চিরোদিন রবে স্মরণে..

হারাবো মধু মিলনে।

প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও,

যেখানে রবো দু'জনে

ওওওওও

হারাবো মধু মিলনে।

যে ছবি আমি এঁকেছি স্বপনে,

তারে পেয়েছি জীবনে

ওওওওও

রেখেছি দু'টি নয়নে।

ওওওওও

হারাবো মধু মিলনে।

ধন্যবাদ

Más De Runa Laila

Ver todologo

Te Podría Gustar