menu-iconlogo
huatong
huatong
rupak-tiary-ogo-bideshini-cover-image

Ogo Bideshini

Rupak Tiaryhuatong
reweisepahuatong
Letras
Grabaciones
আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

তোমায় দেখেছি শারদপ্রাতে

তোমায় দেখেছি মাধবীরাতে

তোমায় দেখেছি হৃদ-মাঝারে

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

আমি আকাশে পাতিয়া কান

শুনেছি শুনেছি তোমারি গান

আমি তোমারে সঁপেছি প্রাণ

ওগো বিদেশিনী

ভুবন ভ্রমিয়া শেষে

আমি এসেছি নূতন দেশে

আমি অতিথি তোমারি দ্বারে

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

আমি চিনি গো চিনি তোমারে

ওগো বিদেশিনী

তুমি থাক সিন্ধুপারে

ওগো বিদেশিনী

Más De Rupak Tiary

Ver todologo

Te Podría Gustar