এক অসুখী ঝড়ের মতো সে
ওই কালো মেঘ জমা আকাশে
জানি বারবার বাঁধাতে আসে
মৌন হোক বিপ্লব
তারপর এক দিন সন্ধ্যায়
তার অনাবিল সুরের ভাষায়
আমি অশান্ত কোনো চিন্তায়
খুঁজে পাই সব
তাকে খুঁজে পাই পাগলামিতে
আমি মিশে যাই ফের আমিতে
করি টেলিফোন খবর নিতে
জীবন কেমন
আমি জানি তার মন ভালো নেই
আমি জানি সে জীবনে আলো নেই
আর আসলে সে সুরে তালও নেই
আমারই মতন
যদি তাকে আজ কাছে পেতে চাই
আমি যদি তার সামনে দাঁড়াই
আমি জানি তার চোখের চাওয়াই
হতে পারে ফলাফল
তবু সে তো হৃদয়ের নাগরিক
জানি হবো তার রক্তের শরিক
তাই আণবিক পারমাণবিক
সব স্বপ্ন সফল
তাকে খুঁজে পাই পাগলামিতে
আমি মিশে যাই ফের আমিতে
করি টেলিফোনে খবর নিতে
জীবন কেমন
আমি জানি তার মন ভালো নেই
আমি জানি সে জীবনে আলো নেই
আর আসলে সে সুরে তালও নেই
আমারই মতো