menu-iconlogo
huatong
huatong
avatar

Bhul

Rupam Islam/Bumpÿhuatong
khalil_41216huatong
Letras
Grabaciones
ভুল আমি ভেবেছি অনেক

স্বপ্নের সব পথই ভুল ছিল

এ সকাল জানিয়ে দিল

সব ভুল ভাঙিয়ে দিল

চোখ আমি দেখেছি অনেক

সে গভীরে ডুবে যেতে পারিনি

আসলে কখনো হারিনি

সব কিছুই মেনে নিতে পারিনি

আলো আমি দেখেছি অনেক

আলোকিত হয়ে ওঠা গেল না

ছেড়ে দাও, আর আলো জ্বেলো না

এ আঁধার আমার ঠিকানা

ও হো হো রঙ আমি ঘেঁটেছি অনেক

তবু রঙিন কোন ছবি আঁকিনি

নিজেকে পাল্টাতে পারিনি

ফিরে যাও হে স্বপ্নচারিণী

ভুল আমি ভেবেছি অনেক

স্বপ্নের সব পথই ভুল ছিল

এ সকাল জানিয়ে দিল

চোখ আমি দেখেছি অনেক

সে গভীরে ডুবে যেতে পারিনি

আসলে কখনো হারিনি

ভুল আমি ভেবেছি অনেক

স্বপ্নের সব পথই ভুল ছিল

এ সকাল জানিয়ে দিল

Más De Rupam Islam/Bumpÿ

Ver todologo

Te Podría Gustar