menu-iconlogo
logo

Amar Ekla Aakash

logo
avatar
Rupankar Bagchilogo
꧁🍁𝚃𝖆𝖓𝖎𝖘𝖆🍁Century🍁࿐🇧🇩logo
Canta en la App
Letras
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার দিন গুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে

ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন

আমি চাইতাম, পেতে চাইতাম

শুধু তোমার টেলিফোন

ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর

রোদ গাইতো, আমি ভাবতাম

তুমি কোথায় কতোদূর

আমার বেসুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে

আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে

শুধু তোমায় ভালোবেসে

অলস মেঘলা মন

আমার আবছা ঘরের কোণ

চেয়ে রইতো, ছুঁতে চাইতো

তুমি আসবে আর কখন

শ্রান্ত ঘুঘুর ডাক

ধূলো মাখা বইয়ের তাক

যেন বলছে, বলে চলছে

থাক অপেক্ষাতেই থাক

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালোবেসে

আমার দিন গুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালোবেসে