ও চাঁদ
তোমার মত একটি চাঁদ আমারও আছে
তুমি থাক বহুদূরে, সে থাকে হৃদয় জুড়ে
ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে
ও চাঁদ
তোমার মত একটি চাঁদ আমারও আছে
তুমি থাক বহুদূরে,সে থাকে হৃদয় জুড়ে
ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে
ও চাঁদ
তুমি রাতে উঠ ঐ আকাশে
ভোরে যাও হারিয়ে
পাশে থাকে সে সারা বেলা
দুটি হাত বাড়িয়ে
ও তুমি রাতে উঠ ঐ আকাশে
ভোরে যাও হারিয়ে
পাশে থাকে সে সারা বেলা
দুটি হাত বাড়িয়ে
তার ভালবাসা আছে বলে
মনটা আমার বেঁচে আছে
ও চাঁদ
তোমার মত একটি চাঁদ আমারও আছে
তুমি থাক বহুদূরে, সে থাকে হৃদয় জুড়ে
ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে
ও চাঁদ
জোয়ার আসে সাগরেরই বুকে
তোমারই আকর্ষণে
স্বপ্ন দেখায় প্রিয়া যে আমাকে
প্রতি ক্ষনে ক্ষনে
ও জোয়ার আসে সাগরেরই বুকে
তোমারই আকর্ষণে
স্বপ্ন দেখায় প্রিয়া যে আমাকে
প্রতি ক্ষনে ক্ষনে
সারাটি জীবন থাকবে সে
আমার এই হৃদয় মাঝে
ও চাঁদ
তোমার মত একটি চাঁদ আমারও আছে
তুমি থাক বহুদূরে, সে থাকে হৃদয় জুড়ে
ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে
ও চাঁদ
তোমার মত একটি চাঁদ আমারও আছে
তুমি থাক বহুদূরে, সে থাকে হৃদয় জুড়ে
ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে
ও চাঁদ