তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি
ও তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি....
সযতনে লুকিয়ে রাখা হৃদয় টাকে
সযতনে লুকিয়ে রাখা হৃদয় টাকে
কখন যেন আমি দিয়ে দিয়েছি
তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি....
হাসলে জোসনা, গালে তার পরে মায়া টোল....
তাই দেখে আমি হয়েছি পাগল..
হাসলে জোসনা, গালে তার পরে মায়া টোল....
তাই দেখে আমি হয়েছি পাগল..
ওখানে চেয়ে চেয়ে, আর কিছু নয়
ওখানে চেয়ে চেয়ে, আর কিছু নয়
আমি তো নতুন এক জীবন পেয়েছি
তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে... পেয়েছি ....
অধরের বা দিকে
জেগে থাকা কালো এক তিল...
এ যেন কবিতার অন্ত মিল
অধরের বা দিকে
জেগে থাকা কালো এক তিল...
এ যেন কবিতার অন্ত মিল
ওখানে চেয়ে চেয়ে আর কিছু নয়
ওখানে চেয়ে চেয়ে আর কিছু নয়
আমিতো ভালোবাসা শুধু চেয়েছি
তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি
ও তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি....
সযতনে লুকিয়ে রাখা হৃদয় টাকে
সযতনে লুকিয়ে রাখা হৃদয় টাকে
কখন যেন আমি দিয়ে দিয়েছি
তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে পেয়েছি
তোমার নীল নীল নীল চোখে
নীল সাগরে
নীল অঞ্জনাকে আমি খুঁজে... পেয়েছি