লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হাড়ানো দিনের মত
তুমি হাড়িয়ে গেলে
তুমি হাড়িয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অপরাধ ছিলো বলতো আমার
দু চোখে আধার তুমি দিলে উপহার
কি অপরাধ ছিলো বলতো আমার
দু চোখে আধার তুমি দিলে উপহার
সব শর্ত তুমি নিঠুর হাতে
সব শর্ত তুমি নিঠুর হাতে
গুড়িয়ে দিলে
হারানো দিনের মত
তুমি হাড়িয়ে গেলে
তুমি হাড়িয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অভিমান নিয়ে গিয়েছো চলে
সে কথা আমায় কেন গেলেনা বলে
কি অভিমান নিয়ে গিয়েছো চলে
সে কথা আমায় কেন গেলেনা বলে
সব সপ্ন তুমি নিজের পায়ে
সব সপ্ন তুমি নিজের পায়ে
মাড়িয়ে গেলে
হারানো দিনের মত
তুমি হাড়িয়ে গেলে
তুমি হাড়িয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হারানো দিনের মত
তুমি হাড়িয়ে গেলে
তুমি হাড়িয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
Thanks