এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
স্বপ্নের পৃথিবী টা পুড়ে হল ছাই
প্রেম বলে এখানে তো কোন কিছু নাই
স্বপ্নের পৃথিবী টা পুড়ে হল ছাই
প্রেম বলে এখানে তো কোন কিছু নাই
বন্ধু তো অনেকেই হয়
অসময়ে কেউ পাশে রয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়
ভালোবেসে তাই শুধু হারাবার ভয়
স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়
ভালোবেসে তাই শুধু হারাবার ভয়
সমব্যথী অনেকেই হয়
আসলে তো কেউ কারো হয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না
জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর
কেউ হয় না