menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi arek jonom

S M Sharathuatong
pnjmastinhuatong
Letras
Grabaciones
যদি আরেক জনম আমি পাই গো,

সে জনমে তোমাকে চাই গো,

যদি আরেক জনম আমি পাই গো,

সে জনমে তোমাকে চাই গো,

এ জনমে তুমি হলেনা আপন,

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন,

বিধির কাছে সবিই কইবো…

যদি আরেক জনম আমি পাই গো,

সে জনমে তোমাকে চাই গো...

কারে দেখাবো আমি বুকের ব্যাথা,

তুমি যে আমার সাথী হলেনা,

এমন করে বুকে জ্বলছে আগুন,

সইতে আমি আর পারিনা…

কারে দেখাবো আমি বুকের ব্যাথা,

তুমি যে আমার সাথী হলেনা,

এমন করে বুকে জ্বলছে আগুন,

সইতে আমি আর পারিনা,

তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন,

আমার হৃদয় পুড়ে ছাই গো…

যদি আরেক জনম আমি পাই গো,

সে জনমে তোমাকে চাই গো…

Más De S M Sharat

Ver todologo

Te Podría Gustar

Jodi arek jonom de S M Sharat - Letras y Covers