এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না
এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না
এখন বন্ধু আমার রাতেরও আকাশ
ওর ঘরে তো আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছনা
এখন আমার মন কাঁদে না
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম
তারার আমায় একায় পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়
একলা জীবন অনেক সুখের হয়
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়