কখনো জানতে চেওনা
কি আমার সুখ, কি আমার বেদনা,
কখনো জানতে চেওনা
কি আমার সুখ, কি আমার বেদনা,
তুমি কখনো দাওনি মালা,
কেন দাও কাঁটার জ্বালা।
তুমি কখনো দাওনি মালা,
কেন দাও কাঁটার জ্বালা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
by
ঢেউ গুনি তীরে বসে বসে আমি,
আজ স্মৃতির ঘাটে একেলা,
ঢেউ গুনি তীরে বসে বসে আমি,
আজ স্মৃতির ঘাটে একেলা,
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও,
কখনো শ্রাবণও মেঘলা।
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও,
কখনো শ্রাবণও মেঘলা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
by
আজো শুনি দূর থেকে ভেসে আসে,
কোনও অচিন দ্বীপের কান্না,
আজো শুনি দূর থেকে ভেসে আসে,
কোনও অচিন দ্বীপের কান্না,
যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায়,
পাওয়া না পাওয়ার মোহনায়।
যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায়,
পাওয়া না পাওয়ার মোহনায়।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
তুমি কখনো দাওনি মালা,
কেন দাও কাঁটার জ্বালা।
তুমি কখনো দাওনি মালা,
কেন দাও কাঁটার জ্বালা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
কখনো জানতে চেওনা,
কি আমার সুখ, কি আমার বেদনা।
by
Thanks