menu-iconlogo
huatong
huatong
avatar

Tomari Karone

Saif Zohanhuatong
ojarantillahuatong
Letras
Grabaciones
গানঃ তোমারী কারনে

শিল্পীঃ সাইফ

কথা ও সুরঃ সাইফ

গান রিমিক্সঃ রাজেশ

ট্রেক আপলোড বাই খন্দকার আলী

তোমারী কারনে জেগে ছিলো মন।

রিদয়ে ফাগুনের লেগে ছিলো রঙ।

হারিয়ে ফেলেছি, জানিনা কথায়।

দিগন্ত ছোয়া আকাশে, অনন্ত অজানায়।

জানিনা, আমি জানি না কথায়

অভিমানী তুমি শোরে আছো।

জানিনা, আমি জানি না কথায় আ আ আয়

অভিমানী তুমি শোরে আছো। ও ও ও

ফিরে এসো ফিরিয়ে দাও, ভালোবাসা।

ট্রেক আপলোড বাই খন্দকার আলী

এখুনও তোমাকে খুজে বেড়াই,

কখুনও মনে হয়, পেয়েও হারাই।

আলো আর আধারের এই যে খেলা,

কোনও দিনও ফুরাবে কি তোমার ফিরে আশা।

জানিনা, আমি জানি না কথায়,

অভিমানী তুমি শোরে আছো।

জানিনা, আমি জানি না কথায় আ আয়

অভিমানী তুমি শোরে আছো। ও ও ও

ফিরে এসো ফিরিয়ে দাও, ভালোবাসা।

ট্রেক আপলোড বাই খন্দকার আলী

তোমারী কারনে জেগে ছিলো মন।

রিদয়ে ফাগুনের লেগে ছিলো রঙ।

হারিয়ে ফেলেছি, জানিনা কথায়।

দিগন্ত ছোয়া আকাশে, অনন্ত অজানায়।

জানিনা, আমি জানি না কথায়

অভিমানী তুমি শোরে আছো।

জানিনা, আমি জানি না কথায় আ আ আয়

অভিমানী তুমি শোরে আছো। ও ও ও

ফিরে এসো ফিরিয়ে দাও, ভালোবাসা।

ট্রেক আপলোড বাই খন্দকার আলী

ধন্যবাদ

Más De Saif Zohan

Ver todologo

Te Podría Gustar