menu-iconlogo
huatong
huatong
avatar

Chadni Poshorey

Salim Chowdhuryhuatong
reesetehuatong
Letras
Grabaciones
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার

তবু কেন সে আমার ঘরে আসেনা

সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

সে আমারে থারে থারে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়

সে আমারে থারে থারে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়

ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত

তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি সে আমারে চিনে

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

Más De Salim Chowdhury

Ver todologo

Te Podría Gustar