menu-iconlogo
huatong
huatong
avatar

Dekha Haubena

Salim Chowdhuryhuatong
pkgosse1huatong
Letras
Grabaciones
আর দেখা হবে না

জানি আর দেখা হবে না

দেখা হবে না

জানি আর কোনোদিন দেখা হবে না

হারানো সে দিন আর ফিরে পাবো না

হারানো সে দিন আর ফিরে পাবো না

জানি আর কোনোদিন দেখা হবে না

দেখা হবে না

জানি আর কোনোদিন দেখা হবে না

দিন চলে যায় রোদেলা মায়ায়

সাঁঝের আকাশ কাঁদে তারায় তারায়

দিন চলে যায় রোদেলা মায়ায়

সাঁঝের আকাশ কাঁদে তারায় তারায়

ছায়াপথে আলো নেই

চাঁদে নেই কোনো জোছনা

দেখা হবে না

জানি আর কোনোদিন দেখা হবে না

বেহাগে সানাই শুধু বলে যায়

সে চলে যায়, যায়, চলে যায়

বেহাগে সানাই শুধু বলে যায়

সে চলে যায়, যায়, চলে যায়

আমি তো আমাতে নেই

তুমি মিছে ভুল কোরো না

দেখা হবে না

জানি আর কোনোদিন দেখা হবে না

হারানো সে দিন আর ফিরে পাবো না

হারানো সে দিন আর ফিরে পাবো না

জানি আর কোনোদিন দেখা হবে না

দেখা হবে না

জানি আর কোনোদিন দেখা হবে না

Más De Salim Chowdhury

Ver todologo

Te Podría Gustar