HUSSAIN
ও মোর বানিয়া বন্ধুরে...
একটা তাবিজ বানাইয়া দে
একটা মাদুলী বানাইয়া দে
ওরে ময়িয়া গিয়াছে
বিয়ারও সোয়ামি স্বপনে আইসে
ওরে ময়িয়া গিয়াছে
বিয়ারও সোয়ামি স্বপনে আইসে
HUSSAIN
যে জন সোনার বানিয়া হায়
নিহিতি করে সোনার নাহাগ মোর
ওজন করিয়া দেয়
ও মোর সাধের বানিয়া রে..
ও মোর ভাবের বানিয়া রে..
ওরে সোনা রুপা মিশিল করে
একটা তাবিজ বানাইয়া দে
ওরে ময়িয়া গিয়াছে
বিয়ারও সোয়ামি স্বপনে আইসে
HUSSAIN
হাতের নিলোক মোর গোছার নিলো
ঢাহাকা লুমুক নিধুয়াতে
জাত মারিলো লোকের কথাতে
হাতের নিলোক মোর গোছার নিলো
ঢাহাকা লুমুক নিধুয়াতে
জাত মারিলো লোকের কথাতে
ও মোর ভাবের বানিয়া রে...
ও মোর সাধের বানিয়া রে...
ওরে দিবার চাইয়া নাকের নোলক
নাই দিল মোরে...
ওরে ময়িয়া গিয়াছে
বিয়ারও সোয়ামি স্বপনে আইসে
ও মোর বানিয়া বন্ধুরে....
একটা তাবিজ বানাইয়া দে
Follow Me