menu-iconlogo
logo

এখানে দুজনে নিরজনে

logo
avatar
Salman Shahlogo
┏━━⋆❴ᎪᎡᏆƑ❵💌ˢᵐˢ💌⋆━━࿇1logo
Canta en la App
Letras
ছেলে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

মেয়ে:- পাখি শোনাবে যে গান

সুরে ভরে দেবে প্রাণ

ফুল দেবে ছড়িয়ে সুরভী

মেয়ে+ছেলে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী...

ছেলে:- তুমি, আমি...

তুমি আমি হয়ে যাব একাকার

প্রেম ছাড়া রবেনা কিছু আর

তুমি আমি হয়ে যাব একাকার

প্রেম ছাড়া রবেনা কিছু আর

মেয়ে:- তুমি সূর্য তুমি চন্দ্র

তুমি সূর্য তুমি চন্দ্র

আমার দুটি নয়নে...

ছেলে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

মেয়ে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

মেয়ে:- এসো, এসো...

এসো এসো হৃদয়ের ও বিছানায়

দিন যেন, এভাবে'ই কেটে যায়

এসো এসো হৃদয়ের ও বিছানায়

দিন যেন এভাবে'ই কেটে যায়

ছেলে:- আমি ধন্য, আমি পূর্ণ

আমি ধন্য, আমি পূর্ণ

তোমায় পেয়ে জীবনে...

মেয়ে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

ছেলে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

মেয়ে:- পাখি শোনাবে যে গান

সুরে ভরে দেবে প্রাণ

ফুল দেবে ছড়িয়ে সুরভী

ছেলে+মেয়ে:- এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী

এখানে দু'জনে নিরজনে

সাজাবো প্রেমেরও পৃথিবী.