menu-iconlogo
logo

চিঠি এলো জেলখানাতে

logo
Letras
আ...আ...আ...আ...

চিঠি এলো জেলখানাতে, অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর

চিঠি এলো জেলখানাতে ,অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর

এই দুনিয়া ছাড়তে হবে .এসেছে খবর

আমার এসেছে খবর

চিঠি এলো জেলখানাতে, অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর,,

আ...আ...আ...আ...

কারো আসে মায়ের, চিঠি কারো প্রেমিকার

আমার কাছে চিঠি এলো, অপারে যাবার

কত সাধের এই দুনিয়ায়

বেঁচে ছিলাম আসায় আসায়

বুঝিনি ত পায়ের নিচে

শুন্য বালুচর আমার, শুন্য বালুচর

চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর,,,

আ...আ...আ...আ...

জায় কাদিয়ে বাবা মাকে ,বুকের মানিক ধন

ভাই কাঁদে ,বোন কাঁদে ,কাঁদেরে স্বজন

আমার তরে কাঁদবে না কেউ

মরন কালে থাকবেনা কেউ

জানবে না কেউ কত ব্যথা

বুকেরও ভেতর আমার

বুকের ও ভেতর,

চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর

এই দুনিয়া ছাড়তে হবে

এসেছে খবর আমার এসেছে খবর

চিঠি এলো জেলখানাতে, অনেক দিনের পর

হায়রে অনেক দিনের পর.