menu-iconlogo
huatong
huatong
avatar

Kobita Porar Prohor Eseche hd

Saminahuatong
patsylovett1huatong
Letras
Grabaciones
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

সেই কথা ভেবে পিছু চাওয়া মোর

স্মৃতির নকশা বুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

পলাতক আমি কোথা যেন যাই

আঁধারের রিদন শুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

Más De Samina

Ver todologo

Te Podría Gustar