menu-iconlogo
huatong
huatong
avatar

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি

Samz vaihuatong
namrathchinnuhuatong
Letras
Grabaciones
আজ এই অবেলায়

তুমি হীনা কাটে না সময়

তুমিময় এই ভুবন

তোমাকে পেতে চাই কাছে

এই মন সারাক্ষণ

কেনো বুঝ না

তুমি কত আপন

এই অবেলায় কার অপেক্ষায়

মন আমার কেঁদে যায়

আমি কি কিছু ই জানি না

আমি জেনেও কি লাভ

সে বুঝে না অনুরাগ

তারে ভুলা তো যায় না

তোরে ভুলে যাওয়ার লাগি

আমি ভালোবাসি নি

সব ভেঙে যাবেএভাবে

ভাবতে পারি নি

তুই ছাড়া কে বন্ধু

আর বুঝে আমার মন

তুই বিহনে আর

এ ভুবনে আছে কে আপন

আজ আমার শূন্যতায়,

আমায় ডাকে বারে বার

আজ তুমি অন্ন কারো,

জানি হবে না আমার।

অতীতের কথা গুলো মনে পড়ে বারে বার

ভয় নেই আজ তোমাকে হারাবার।

আজ আমি বড় একা,

নেই তোমার কোনো দেখা

তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা।

পথের ধাঁরে খুঁজে দেখো পাবে তোমার পাশে

ছায়া হয়ে রবো আমি দিখো তোমার কাছে।

তোমায় নিয়ে গাইবো গান ভালোবাসার সুরে

আমি আশায় আছি একদিন আসবে আবার ফিরে।

আমার ছিলো কতো স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো

বাস্তবটার দোঁহাই দিয়ে মনে বেথা দিয়েছো।

তোমার স্মৃতিগুলা কখনো ভুলে যাবার নয়

ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময়।

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনী

সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি...।

তুই ছাড়া কে বন্ধু হাঁয়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন।

তুই চলেছিস তোর স্রতের টানে

তাল মিলিয়ে সময়ের নিয়মে।

ভুলে গিছিস অতীতের দিনের কথা

এখন কি আর আমায় ভাবিস,

নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস।

সুখের ঘুম ঘুমিয়ে আছিস

কার কোলে রেখে মাথা।

কোনদিন হবো না তোর পথেরই কাঁটা

চলে যাবো আমিও দূরে ।

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনী

সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি।

তুই ছাড়া কে বন্ধু হাঁয়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনী

সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি।

তুই ছাড়া কে বন্ধু হাঁয়, বোঝে আমার মন

তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

ধন্যবাদ

Más De Samz vai

Ver todologo

Te Podría Gustar

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি de Samz vai - Letras y Covers