menu-iconlogo
huatong
huatong
avatar

Chandan Palanke Shuye

Sandhya Mukhopadhyayhuatong
khursheed050huatong
Letras
Grabaciones
চন্দন পা..লঙ্কে শুয়ে

একা একা কি হবে..

জীবনে তোমায় যদি পেলাম না

চন্দন পালঙ্কে শুয়ে

একা একা কি হবে

জীবনে তোমায় যদি পেলাম না

শ্বেত পাথরের রাজপ্রাসাদে

থেকে আর কি হবে

জীবনে তোমায় যদি পেলাম না

নহবত সানাই বাজা..ক

মণিহার কন্ঠ সাজাক

নহবত সানাই বাজা..ক

মণিহার কন্ঠ সাজাক

আজ আমার ফুলে ছোঁয়া

চতুর্দোলা যাক বা না যাক

আগুনের ফুলকি ঝরা

আতশবাজির উৎসবে

কি হবে..

জীবনে তোমায় যদি পেলাম না

ন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

জীবনে তোমায় যদি পেলাম না..

শুনিযে জয়ধ্বনি চারিধারে

কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে

শুনিযে জয়ধ্বনি চারিধারে

কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে

মধুরাত স্বপ্ন ঝরাক

আতরের গন্ধ ভরাক

মধুরাত স্বপ্ন ঝরাক

আতরের গন্ধ ভরাক

আজ আমার বরণ ডালা

হাজার দিকে আলো ছড়াক

সোনার এই মুকুট পরে

অভিষেকের গৌরবে

কি হবে…

জীবনে তোমায় যদি পেলাম না

চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

জীবনে তোমায় যদি পেলাম না….

Más De Sandhya Mukhopadhyay

Ver todologo

Te Podría Gustar