Own Lyrics
❄Into The Unknown❄
❄Ochena Jaigaa❄
Bengali Version
শুনেও না
শুনতে চাই
আমি তোর থেকে
দুরে থাকতে চাই
মুশকিলে আর আমি পড়তে চাই না
শুধু নিজের রাস্তায় চলতে আমি চাই
ও.. ও..
আওয়াজ নয়
তুই শুধু মনেরই ভুল
ছেড়ে দে আমায়
ছেড়ে দে তুই
থাক আমার..থেকে দুর
মনেরই কাছে যারা পাশে তাঁরাই
জ্বালাবি না আমায়
না আসব তোর কাছে
এটা আমার জগৎ
আর তা ভাঙতে চাই না
তাও সবসময় শুধু শুনি তুই ডাকিস আমায়
অজানা জায়গায়
অজানা জায়গায়
অজানা জায়গায়
চাস কি তুই ?
কেন কেড়ে নিচ্ছিস ঘুম
না হয়ে যায় কোনো ভুল
জ্বালাস কেন আমায়
নাকি আমারই মতো চঞ্চল তুইও
নাকি কিছুটা আমারই মতো
মন খারাপ তোরও
হ্যাঁ...এই মনে যা চেপে থাকে
তা মনই জানে
ভয় লাগে তোকে পেয়ে
নিজেকে না হারিয়ে ফেলি
সেই অজানা জায়গায়
অজানা জায়গায়
অজানা জায়গায়
ও..ও..ও..
তুই কে ?
কোথায় থাকিস ?
কেন থাকিস ?
যেখানে থাকিস ?
হা..হা..হা..হা..
হা..হা..হা..হা..
হা..হা..হা..হা..
হা..হা..হা..হা..
হা..হা..হা..হা..
হা..হা..হা..হা..
একেলা ছেড়ে যাস না আমায় তুই
নিয়ে চল আমায় তুই
ওই অজানা জায়গায়....