menu-iconlogo
huatong
huatong
santam--cover-image

বেঁধেছি আমার প্রাণ তোমার সঙ্গে

Santamhuatong
SANTAM✨huatong
Letras
Grabaciones
বেঁধেছি আমার প্রাণ, তোমার সঙ্গে (SANTAM)

SINGER-1: আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে,

তুমি জানো না, আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

MUSIC

MUSIC

SINGER-2: সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ

সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ,

তুমি জানো না,

ঢেকে রেখেছি তোমার নাম

রঙ্গীন ছায়ার আচ্ছাদনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

MUSIC

MUSIC

SINGER-1: তোমার অরূপ মূর্তিখানি

ফাল্গুনের আলোতে বসাই আনি,

অরূপ মূর্তিখানি

বাঁশরি বাজাই ললিত-বসন্তে,

সুদূর দিগন্তে

বাঁশরি বাজাই ললিত-বসন্তে,

সুদূর দিগন্তে,

SINGER-2: সোনার আভায় কাঁপে তব উত্তরী

সোনার আভায় কাঁপে তব উত্তরী

গানের তানের সে উন্মাদনে,

তুমি জানো না, আমি তোমারে পেয়েছি

অজানা সাধনে,

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

সুরের বাঁধনে

Thank You (SANTAM)

Más De Santam

Ver todologo

Te Podría Gustar