menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Ek Emon Pakhi

Sathi Khanhuatong
pacifichomeproductshuatong
Letras
Grabaciones
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে

তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে

কতটা যন্ত্রণাময় প্রতিরাতে জেগে থাকি

তোমার স্মৃতি অন্তরেতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না

সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা

এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না

সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা

আমারে পড়লে মনে তুমিও কাইন্দো গোপনে

সুখে থাইকো, প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিয়ো

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

Más De Sathi Khan

Ver todologo

Te Podría Gustar