menu-iconlogo
huatong
huatong
avatar

Kanna Amar

Savvyhuatong
pneeleyhuatong
Letras
Grabaciones
Please, Please, Please

সামলে থাকিস

Please, Please

সাবধানে যাস

পৌঁছে জানাস

সব সব সব

স্বপ্ন কাবার

আর আর

কান্না আমার

থামছে না আর

তোকে ছাড়া ভাবিনি কিছু

জানি অযথা ডাকছি পিছু

যাস না চলে

এই বিকেলে

আমায় ফেলে

ভালোবাসি

যতো খুটিনাটি বন্ধু তার

পাশা-পাশি

কিছু আলো কিছু অন্ধকার

কান্না আমার

থামাছে না আর

কান্না আমার

থামবে না আর

যায় যায় যায়

সব ভেঙে যায়

আয় আয়

তুই ফিরে আয়

আমার পাড়ায়

বল বল বল

তুই হলি কার?

আর আর

কান্না আমার

থামছে না আর

আমি এখানে বড্ডো একা

শুধু লুকিয়ে স্বপ্ন দেখা

এই শ্রাবনে

আপন মনে

মন কেমনে

ভালোবাসি

যতো খুটিনাটি বন্ধু তার

পাশা-পাশি

কিছু আলো কিছু অন্ধকার

কান্না আমার

থামাছে না আর

কান্না আমার

থামবে না আর

ও ও ও ও

ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও

ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও

Más De Savvy

Ver todologo

Te Podría Gustar