menu-iconlogo
logo

ঘুমিয়ে থাকো গো সজনী

logo
Letras
ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমায় গায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

অনুমতি ছাড়া কারো মিউজিক

কপি করে আপলোড

করবেন না প্লিজ

Uploadded

বুকের গোরস্তানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

বুকের গোরস্তানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

যাকনা তোমার অাঙ্গিনায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

এই ঘুম যেন নাহি ভাংগে

ও প্রাণো প্রিয়ারে

এই ঘুম যেন নাহি ভাংগে

ঘুমের ঘরে সপ্নে আসি

যাবো তোমায় ভালবাসি

ঘুমের ঘরে সপ্নে আসি

যাবো তোমায় ভালবাসি

সোনার ময়ুর পংখি নায়

এই ঘুম যেন নাহি ভাংগে

ও প্রাণো প্রিয়ারে

এই ঘুম যেন নাহি ভাংগে

নতুন নতুন অরজিনাল মিউজিক

পেতে আমার সাথেই থাকবেন

Upload

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলিক দন্ড

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলিক দন্ড

তুমি বিহিন এই ধরায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমায় গায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

followe me for ne t new song

লাইক দিতে ভুলবেন না