শিরোনাম<>বেচেঁ আছি যতদিন পৃথিবীতে
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
=======অপেক্ষা করুণ=======
=======অপেক্ষা করুণ=======
মেয়ে<>বেঁচে আছি যতদিন পৃথিবীতে,
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে
পারবে না কেউ কখনও আমায়,
তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে।
ছেলে<>ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে,
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে,
পারবে না কেউ কখনও আমায়,
তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে।
মেয়ে<>ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে,
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে..
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
=======অপেক্ষা করুণ=======
মেয়ে<>ভালোবাসার এক স্বপ্ন যেদিন,
দেখেছিলাম দু’জনে,
সেদিন থেকেই যেন এই দু’টি মন,
মিশে গেলো এক জীবনে।
ছেলে<>ভালোবাসার এক স্বপ্ন যেদিন,
দেখেছিলাম দু’জনে,
সেদিন থেকেই যেন এই দু’টি মন
মিশে গেলো এক জীবনে।
মেয়ে<>কত সময় আমার হৃদয় থেকেছে তুমি বিহীন
তবু আবার তোমায় পাওয়ার আশায় কেটেছে দিন
ছেলে<>একবারও আর দেবোনা তোমায়,
আমারই চোঁখ থেকে হারিয়ে যেতে।
মেয়ে<>ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে,
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে..
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
=======অপেক্ষা করুণ=======
ছেলে<>তোমায় দেখার সাধ পূর্ণ কি হয়,
দেখে হাজার রজনী....
আবার যদি হয় জন্ম আমার,
তোমায় পেতে চাই সজনী..।
মেয়ে<>তোমায় দেখার সাধ পূর্ণ কি হয়,
দেখে হাজার রজনী.....
আবার যদি হয় জন্ম আমার,
তোমার হতে চাই সজনী..।
ছেলে<>তোমার আমার, ভালোবাসার,
সাজানো প্রেমের ভূবন,
ছিলো যেমন, আছে তেমন রবে,
হাজার জীবন
মেয়ে<>চাই বারে বার তোমাকে আমার,
প্রতিটি ক্ষণ শুধু এবুকে পেতে।
ছেলে<>ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে,
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে,
মেয়ে<>পারবে না কেউ কখনও আমায়,
তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে।
ছেলে<>ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে
মেয়ে<>সবটুকু প্রেম চাই তোমাকে দিতে।
ধন্যবাদ