menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-sagorer-teer-theke-cover-image

Sagorer Teer Theke

Shahnaz Rahmatullahhuatong
neirah_mhuatong
Letras
Grabaciones

সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

সবই যে মধুর লাগে

অনুরাগে হিয়া জাগে

গোপন স্বপনগুলো

জীবনের দিশা পেল

আমারও পরান বীনা

সুরে সুরে ভরে যায়

আমারও পরান বীনা

সুরে সুরে ভরে যায়

সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

এ মনে লুকানো লাজ

তারা হয়ে জ্বলে আজ

কাজল কালো আখিঁ

পাখি হয়ে যায় ডাকি

তাই বুঝি ভালবাসা

প্রানে দোলা দিয়ে যায়

তাই বুঝি ভালবাসা

প্রানে দোলা দিয়ে যায়

সাগরের তীর থেকে

মিষ্টি কিছু হাওয়া এনে

তোমার কপালে ছোঁয়াবো গো

ভাবি মনে মনে

আকাশের নীল থেকে

তাঁরার কান্তি এনে

তোমার নয়নে ছড়াবো গো

ভাবি মনে মনে

সাগরের তীর থেকে

Más De Shahnaz Rahmatullah

Ver todologo

Te Podría Gustar