menu-iconlogo
logo

নিঃশ্বাস আমার তুমি

logo
avatar
Shakib Khan/Saharalogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....logo
Canta en la App
Letras
নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া

প্রিয়া আমার প্রিয়া

নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া

প্রিয়া আমার প্রিয়া

কি ভাবে তোমায় ছাড়া আমি বাঁচি

যেওনা দূরে থাকো কাছা কাছি

তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া

নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া..

নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া

প্রিয়া আমার প্রিয়া

প্রিয়া আমার প্রিয়া

প্রিয়া আমার প্রিয়া

জীবন দিয়ে আমি ভালবাসি তোমাকে

এখন বাঁচাও তুমি ভালবেসে আমাকে

শুন্য আমার এ ভুবন

যদি তোমায় না পায় মন

শুন্য আমার এ ভুবন

যদি তোমায় না পায় মন

ধংস করবো সব কিছু

ছাড়বোনা তোমার পিছু

যতই দূরে যাও প্রিয়া

যেনে তুমি নাও প্রিয়া

তুমি দুরে গেলে প্রাণটা যাবে উড়িয়া

নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া

প্রিয়া আমার প্রিয়া

নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া

প্রিয়া আমার প্রিয়া

তোমার অপেক্ষাতে রব আমি দারিয়ে

প্রানের প্রিয়া তুমি যেওনাতো হারিয়ে

সপ্ন তুমি দেখালে

বাঁচতে আমায় শেখালে

সপ্ন তুমি দেখালে

বাঁচতে আমায় শেখালে

জ্বলছে আগুন এই মনে

আধার দেখি নয়নে

তোমায় ছাড়া ও প্রিয়া

দিশেহারা ও প্রিয়া

তুমি দুরে গেলে প্রাণটা যাবে উড়িয়া