menu-iconlogo
huatong
huatong
shakti-thakur-ore-babare-cover-image

Ore Babare

Shakti Thakurhuatong
mrs.hosearhuatong
Letras
Grabaciones
ওরে বাবা রে!

আমার পা দু'টো কি পায়ে আছে?

মাথা আছে মাথাতে?

এখনো কি আছি আমি তোমাদের এই জগতে?

তোমাদের এই জগতে?

আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

এখন আমি ডাকাত সেজেছি, ইয়া বড় বুদ্ধি আমার

এখন আমি ডাকাত সেজেছি, ইয়া বড় বুদ্ধি আমার

বাঁহাতে ধরেছি ঢাল, ডান হাতে এই তলোয়ার

বাঁহাতে ধরেছি ঢাল, ডান হাতে এই তলোয়ার

আরে, আরে, আরে, আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

ওরে বাবা রে!

বাবুদের হুকুম হলে বাঘ সেজে "হালুম" বলি

হাতি সেজে থপথপিয়ে গোদা গোদা পায়ে চলি

কখনোবা ষাঁড়ের গলায় সারেগামা গেয়ে ফেলি

কখনোবা ষাঁড়ের গলায় সারেগামা গেয়ে ফেলি

কভু আবার হেলেদুলে নাচি আমি হাত পা তুলে

কভু আবার হেলেদুলে নাচি আমি হাত পা তুলে

কভু আবার হেলেদুলে নাচি আমি হাত পা তুলে

আরে রে-রে-রে-রে-রে-রে রে-রে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আমি যে বহুরুপী, পরেছি লম্বা টুপি

সেজেছি circus-এর joker এখন

ও বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে

আমি যে বহুরুপী, পরেছি লম্বা টুপি

সেজেছি circus-এর joker এখন

করেছি কত যে ঢঙ, নাকেমুখে মেখেছি রঙ

করেছি কত যে ঢঙ, নাকেমুখে মেখেছি রঙ

আরে, আরে, আরে, আরে, আরে, আরে, আরে, আরে

গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আরে, গেলাম, গেলাম, হলাম নাজেহাল, কি কপাল

আরে, গেলাম, গেলাম, গেলাম, গেলাম, গেলাম, গেলাম, গেলাম, গেলাম

Más De Shakti Thakur

Ver todologo

Te Podría Gustar