menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo poraner Priya Amar Moyna tiye

Sharif Uddinhuatong
rshawn3797huatong
Letras
Grabaciones
ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

বছর শেষে বাড়ি এসে করিবো বিয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

বছর শেষে বাড়ি এসে করিবো বিয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

নওশা সেজে যাবো আমি

বন্ধু তোমার বাড়ি

তোমার অঙ্গে সেদিন প্রিয়া

থাকবে লাল শাড়ি

নওশা সেজে যাবো আমি

বন্ধু তোমার বাড়ি

তোমার অঙ্গে সেদিন প্রিয়া

থাকবে লাল শাড়ি

বিয়ার সাজন সাজিবে

আমার পাশে বসিবে

আদর দিমু তোমারে বাসরে নিয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

বিয়ার পরে হানিমুনে

যাইমু কক্সবাজার

সেখানে সাগরে আমরা

পানিত দিমু সাতার

বিয়ার পরে হানিমুনে

যাইমু কক্সবাজার

সেখানে সাগরে আমরা

পানিত দিমু সাতার

করবো প্রেমো আলিঙ্গন

কি যে মধুর ও লগন

ভয় লাগিলে আমারে ধরিও জড়াইয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

রাঙ্গামাটি যাব মোরা

আকা বাঁকা পথে

গাছতলাই বলিবো কথা

হাত রাখিয়া হাতে

রাঙ্গামাটি যাব মোরা

আকা বাঁকা পথে

গাছতলাই বলিবো কথা

হাত রাখিয়া হাতে

মাসুদ হাসান কুখনে

প্রেমের কুল যৌবনে

দিবে তোমার অঙ্গের মাঝে ফুল ছিটাইয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

বছর শেষে বাড়ি এসে করিবো বিয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

বছর শেষে বাড়ি এসে করিবো বিয়া

ওগো পরানের প্রিয়া

আমার ময়না টিয়া

Más De Sharif Uddin

Ver todologo

Te Podría Gustar

Ogo poraner Priya Amar Moyna tiye de Sharif Uddin - Letras y Covers