menu-iconlogo
logo

Beche Thakar Gaan

logo
Letras
এভাবেই তোমাকে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

রৌদ্রে পুড়ে হাসতে চাই

এভাবেই তোমাকে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

রৌদ্রে পুড়ে হাসতে চাই

তোমার জন্য, তোমার জন্য

কত পাগল আমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

ইচ্ছে হলে তোমাকে ছোঁবো

খুব গভীরে তোমার ডুব দেবো

ইচ্ছে হলে তোমাকে ছোঁবো

খুব গভীরে তোমার ডুব দেবো

করবো আমি শত পাগলামি

আমার বেঁচে থাকার কারণ তুমি

এভাবেই তোমাকে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

রৌদ্রে পুড়ে হাসতে চাই

তোমার জন্য, তোমার জন্য

কত পাগল আমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

তোমার প্রেমে ভাসাবো হৃদয়

হবো আমি শুধু তুমিময়

তোমার প্রেমে ভাসাবো হৃদয়

হবো আমি শুধু তুমিময়

করবো আমি শত পাগলামি

আমার বেঁচে থাকার কারণ তুমি

এভাবেই তোমাকে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

বৃষ্টি এলে ভিজতে চাই

রৌদ্রে পুড়ে হাসতে চাই

তোমার জন্য, তোমার জন্য

কত পাগল আমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

আমার বেঁচে থাকার কারণ তুমি

Beche Thakar Gaan de Shawon Gaanwala/Ahmed Sajeeb - Letras y Covers