menu-iconlogo
logo

Mayajal

logo
Letras
আমার স্বপ্নগুলি রাতের আকাশে

তারার মাঝে ছড়িয়ে দিলাম

যেন তোমার আমার ভালোবাসা

আজ করে দিয়েছি নিলাম

আমার স্বপ্নগুলি রাতের আকাশে

তারার মাঝে ছড়িয়ে দিলাম

যেন তোমার আমার ভালোবাসা

আজ করে দিয়েছি নিলাম

তবু জানি তুমি আছো

আমাকেই ভালোবাসো

আমি সব মায়ারই জাল ছিঁড়ে ফিরে এলাম

আজ নেই যে কোনো ক্ষত

মনে বৃষ্টি অবিরত

ছিল ভালোবাসা যত

সব হারিয়ে গেল কোথায়?

মন মানে না যে মানা

সব কারণ তোমার জানা

আমি সব মায়ারই জাল ছিঁড়ে ফিরে এলাম

আজ আমার খোলা জানালা

বাইরে মেঘের ঘনঘটা

দূরে যেন তোমার ছায়া

তুমি আসবে ফিরে আবার

ভালোবাসার একটি চাদর

তোমার জড়ানো আদর

আমি সব মায়ারই জাল ছিঁড়ে ফিরে এলাম