মায়ের কাপড়ে মশলার সেই
গন্ধটা নাকে পাই না
কতদিন বাড়ি যাই না
রাত করে বাড়ি ফেরা সেই দিনে
বাবার ফোনকল পাই না
কতদিন বাড়ি যাই না।
হৃদ গভীরের চেনা বন্ধন
ভাই-বোন, পাড়া-প্রতিবেশীজন
চায়ের দোকানে বন্ধুর সাথে
কথা হয়, কথা ফুরায় না
এভাবে সমস্ত অতীত হবে
ভেবে আমি কূল পাই না
কতদিন বাড়ি যাই না
রাতের বেলায় একসাথে বসে
খাবার টেবিল, টিভি দেখা শেষে
নিজের জন্য কাঙ্ক্ষিত ক্ষণে
একা একা হয়ে যাই না
কতদিন বাড়ি যাও না?
জানিনা আবার কবে ফিরে পাবে
প্রিয় মুখেদের আয়না।