menu-iconlogo
huatong
huatong
shilajit-majumder-eso-he-kesto-cover-image

Eso he kesto

Shilajit Majumderhuatong
সাগর_পিয়াসীhuatong
Letras
Grabaciones
বিগত কথকথা কাব্যে তোলা থাক,

যেভাবে বুঝিয়েছো বুঝেছি তাই

বিগত শ্রাবনে বাঁশিতে ভুলিয়েছো

কষ্ট হোক তবু কেষ্ট চাই

.

.

দু'পেগ বাংলায় ডাবের জল তুমি

ভাবের ময়দানে শাহরুখ খান

তুমি না আসিলে ভালো না বাসিলে

কে আর ভাঙে বলো রাধার মান

এসো হে কেষ্ট কষ্ট পেতে পেতে

নষ্ট হয়ে গেলো এ যৌবন

প্রোমোটারের জ্বালা উঠছে কুড়ি

তলা

ব্রিগেড করে দাও বৃন্দাবন

.

.

বৃন্দাবন থেকে এসো হে কলকাতা

মথুরা পালাতে দেবো না আর

বৃন্দাবন থেকে এসো হে কলকাতা

মথুরা পালাতে দেবো না আর

নিভৃতে নলবনে জলকেলি খেলো

চুমুতে হোলি খেলো বারংবার

কষ্ট পেয়ে পেয়ে কেষ্ট তোমাকে

পেতে যে বড্ড সাধ আমার

বৃন্দাবন থেকে এসো হে কোলকাতা

মথুরা পালাতে দেবো না আর

এসো হে শ্যাম এসো

বাঁশিতে সুর ধরো

না হলে হফনারে কেনো গিটার

এসো হে শ্যাম এসো কাশী বা কানাডাতে

যে কোনো নামে পচা বা পিটার

.

.

সোহাগী বর্ষায় তোমাকে চিনে গেছি

দিস্তে দিস্তে মেয়েলী কেস

অনেক খেলিয়েছো বিগত এপিসোডে

এবার কথা হবে ফেস টু ফেস

এসো হে কান্ডারী মারি তো গন্ডারী

লুটিতো ভান্ডার ই এসো তুমি

সানডে ছুটি আছে রাধিকা রেডি আছে

তন্ত্র নলবন স্বভূমি

এসো হে শ্যাম এসো, এসো হে সঙ্কটে

এসো হে আপাতত কলকাতায়

মেয়েলী কেসে যদি লালবাজার ধরে

বাজিয়ে বাঁশি মুছো নাম খাতায়...

Más De Shilajit Majumder

Ver todologo

Te Podría Gustar