একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
আজও চিঠির উত্তর পাইলাম না রে
আজও চিঠির উত্তর পাইলাম না
একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
আজও চিঠির উত্তর পাইলাম না রে
আজও চিঠির উত্তর পাইলাম না
কী বা দোষে ভুইলা রইলা গিয়া দূরদেশে?
তোমার লাগি জীবনবাজি লিখি না সকাল-সাঁঝে
কী বা দোষে ভুইলা রইলা গিয়া দূরদেশে?
তোমার লাগি জীবনবাজি লিখি না সকাল-সাঁঝে
একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
আজও চিঠির উত্তর পাইলাম না রে
আজও চিঠির উত্তর পাইলাম না
আদর কইরা লেখলাম চিঠি তোমায় ভালোবাসি
নাও গো বন্ধু আমায় তুমি একটু কাছাকাছি
আদর কইরা লেখলাম চিঠি তোমায় ভালোবাসি
নাও গো বন্ধু আমায় তুমি একটু কাছাকাছি
একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
একটা চিঠি দিলাম বন্ধুর কাছে
ভালোবাসার খামে পুরে
আজও চিঠির উত্তর পাইলাম না রে
আজও চিঠির উত্তর পাইলাম না
আজও চিঠির উত্তর পাইলাম না রে
আজও চিঠির উত্তর...