menu-iconlogo
huatong
huatong
avatar

Akash ta kapchilo ken আকাশ টা কাপছিল কেন

Shorif Uddinhuatong
nuviacornohuatong
Letras
Grabaciones
আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আল্লাহ্ নবীর গান,

পীর আউলিয়ার শান,

যে বলে হারাম সেতো জ্ঞানহীন

আল্লাহ্ নবীর গান,

পীর আউলিয়ার শান,

যে বলে হারাম সেতো জ্ঞানহীন

না জেনে ভেদ বাতেন,

হারাম তোমরা বলো কেন

না জেনে ভেদ বাতেন,

হারাম তোমরা বলো কেন

না জেনে ভেদ বাতেন,

হারাম তোমরা বলো কেন

এ গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

না করে গন্ডগোল,

খোল তোরা হাদিস খোল,

বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন

না করে গন্ডগোল,

খোল তোরা হাদিস খোল,

বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন

যেদিন দ্বীনের নবী,

ছেড়ে যান পৃথিবী,

যেদিন দ্বীনের নবী,

ছেড়ে যান পৃথিবী,

যেদিন দ্বীনের নবী,

ছেড়ে যান পৃথিবী,

ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ চাই ঋণ

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

সুরেতে দেয় আজান,

সুরে পড়ে কুরআন,

সুরেতে করে বয়ান ওয়াজিন

সুরেতে দেয় আজান,

সুরে পড়ে কুরআন,

সুরেতে করে বয়ান ওয়াজিন

কয় সরকার শাহ্ আলম,

আছে গান দুই রকম,

কয় সরকার শাহ্ আলম,

আছে গান দুই রকম

কয় সরকার শাহ্ আলম,

আছে গান দুই রকম

বাউল গানে স্বাগতম মুমিন মুমিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন,

জমিনটা নাচছিল কেন,

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন...

Más De Shorif Uddin

Ver todologo

Te Podría Gustar