menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Naame Daaki -Shuvomita //Bulbul@ATB

Shuvomitahuatong
✿BULBUL𖠇Aᵇᵃᶰᵍˡᵃᵈᵉˢʰhuatong
Letras
Grabaciones
তুমি থাকো আর কিছুক্ষন

হাত ছুঁয়ে আমায়

চলে যেতে চাইলেই কি

চলে যাওয়া যায়

তুমি থাকো আর কিছুক্ষন

হাত ছুঁয়ে আমায়

চলে যেতে চাইলেই কি

চলে যাওয়া যায়

সাদা কালোয় বয়স আঁকে

স্মৃতির কারুকাজ

ভুলে যাওয়া গল্পগুলো

আসছে ফিরে আজ

কি নামে ডাকি

বলো কি করে থাকি

তোমাকে কি ভাবে

আমি আগলে রাখি

কি নামে ডাকি

বলো কি করে থাকি

তোমাকে কি ভাবে

আমি আগলে রাখি

***********

ছিল যতো ইচ্ছে

ভাশান দিচ্ছে

সুতো গুলো ছিড়ছে

যে হাওয়ায়

ও... ভাসালো আজ মন

সময়ের ভাঙন

গন্ধেরা কেমন

রাত জাগায়

এই পাশে থাকা

অজান্তে ডাকা

নেই সে ভালো নেই

ভাবলেই...

কি নামে ডাকি

বলো কি করে থাকি

তোমাকে কি ভাবে

আমি আগলে রাখি

তোমাকে কি ভাবে

আমি আগলে রাখি

কি নামে ডাকি

বলো কি করে থাকি

তোমাকে কি ভাবে

আমি আগলে রাখি

************

Más De Shuvomita

Ver todologo

Te Podría Gustar

Ki Naame Daaki -Shuvomita //Bulbul@ATB de Shuvomita - Letras y Covers