menu-iconlogo
huatong
huatong
avatar

E Mon Amar Pathor To Noi

Shuvro Devhuatong
এমএসরেজাhuatong
Letras
Grabaciones
এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

যতোই বৃষ্টি হোক

এ পোড়া চোখে

যতোই বৃষ্টি হোক

এ পোড়া চোখে

এ হৃদয় তোমাকেই খুজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

সূর্যটা যত দিন

আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ ভুকে রবে

হো সূর্যটা যত দিন

আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ ভুকে রবে

হারাবো যেদিন আমি অন্ধকারে

বুঝবে সেদিন তুমি বুঝবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

HERO

ভুল বুঝে দূরে সরে

তুমি গেছো ছলে

জানলেনা কিযে ব্যাথা

হৃদয়ে দিলে

হো ভুল বুঝে দূরে সরে

তুমি গেছো ছলে

জানলেনা কিযে ব্যাথা

হৃদয়ে দিলে

ভেঙে যাবে সব ভুল

যানি একদিন

খুজবে সেদিন তুমি খুজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

যতোই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতোই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ হৃদয় তোমাকেই খুজবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

এ মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

Más De Shuvro Dev

Ver todologo

Te Podría Gustar