গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী
হঠাৎ বুকে বিঁধল যে তীর
স্বপ্ন দেখা হল ফাঁকি
গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী
তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়
তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়
তারে হাসিমুখে যেতে দাও শেষবার শুনে নাও
মনে রেখো মনে রেখো তার এই শেষ গান।
গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী
যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা
আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা
ঝড়ে কত তারা আলোকে মনে রাখে বলো কে?
ঝড়ে কত তারা আলোকে মনে রাখে বলো কে?
ছিল কত সুখ বুকে তার জানিবে না কেহ আর
মনে রেখো মনে রেখো তার এই শেষ গান ।।