শিরোনাম<>আমার নয়ন যেন অন্ধ না হয়
শিল্পি <>এন্ডু কিশোর ও কনক চাপা
আপলোড বাই<>শাহরিয়ার ইসলাম
চয়েজ বাই <>শাহরিয়ার ইসলাম
মিউজিক ফলো করে গান করুন
<><><>
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়-
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়
দেখবো তোমাকে দিবা নিশি
বলবো তোমাকে ভালোবাসি
দুজনে দুজন রবো পাশাপাশি
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়-
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না-হয়-
আপলোড বাই<>শাহরিয়ার ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার ইসলাম
মিউজিক ফলো করুন
<><><>
ভালো লাগে তোমার ঐ দিগল কালো চুল
আরো ভালো লাগবে খুপায় দাও যদি গো ফুল
কথা শুনে তোমারি লাজুক হলো মন
আরো বেশি বললে আমার হবে গো মরণ
করবো তোমায় করবো সুহাগ যত খুশি
দুজনে দুজন রবো পাশাপাশি
দুজনে দুজন রবো-পাশাপাশি
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না-হয়
আপলোড বাই<>শাইরিয়ার ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার ইসলাম
মিউজিক ফলো করুন
<><><>
আকাশেতে উঠবে যখন এক খানি চাঁদ
জোৎস্নাতে ভিজবো দুজন মনে বড় সাধ
ঝলো মলো করবে তখন তোমার ঐ মুখ
পৃথিবী কে বলবো আমি এই যে আমার সুখ
থাকবে জানি থাকবে এই সুখ বারো মাসি
দুজনে দুজন রবো পাশাপাশি
দুজনে দুজন রবো-পাশাপাশি
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না হয়
দেখবো তোমাকে দিবা নিশি
বলবো তোমাকে ভালোবাসি
দুজনে দুজন রবো পাশাপাশি
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না-হয়-
আমার নয়ন যেনো অন্ধ না হয়-রে-
নিশ্বাস যেনো বন্ধ না-হয়-
হাই প্রিয় বন্ধুরা
যে কোন সাহায্যের জন্য
ফেসবুকে<>এস এম এস করতে পারেন
ধন্যবাদ সবাইকে"