menu-iconlogo
huatong
huatong
avatar

আর হবেনা দেখারে বন্ধু

Singer Aslamhuatong
98765728975huatong
Letras
Grabaciones
সাদ্মান পাপ্পু

ফুলের মতো নিষ্পাপ ছিলো

তোর আমার ভালোবাসা,

স্বপ্ন গুলো হারিয়ে গেছে

অপূর্ণ সব আশা।

ফুলের মতো নিষ্পাপ ছিলো

তোর আমার ভালোবাসা,

স্বপ্ন গুলো হারিয়ে গেছে

অপূর্ণ সব আশা।

কলিজার ছুটি ভেঙে গেছে..

ভিজিয়ে চোখের পাতা,

জনমের ঘুম ঘুমাইলা বন্ধু

আমায় করে একা।

আর হবে না,

ওরে আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা,

আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা।

আমার অন্ধকারে আকাশ ছিলি আলোর হাতছানি,

অশান্ত মন ভরে যেতো দেখেরে ওই মুখখানি।

আমার অন্ধকারে আকাশ ছিলি আলোর হাতছানি,

অশান্ত মন ভরে যেতো দেখেরে ওই মুখখানি।

আগের মতো সবইতো আছে..

শুধু ভেতর ঘরটা ফাঁকা।

জনমের ঘুম ঘুমাইলা বন্ধু

আমায় করে একা।

আর হবে না,

ওরে আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা,

আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা।

আমার পাগল মনের শত আবদার পূর্ণ কে করিবে,

দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে।

আমার পাগল মনের শত আবদার পূর্ণ কে করিবে,

দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে।

দুটি দেহ হতেই তো পারে

একটা ছিল আত্না।

জনমের ঘুম ঘুমাইলা বন্ধু

আমায় করে একা।

আর হবে না,

ওরে আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা,

আর হবেনা দেখা রে বন্ধুআর হবেনা দেখা।

ফুলের মতো নিষ্পাপ ছিলো

তোর আমার ভালোবাসা,

স্বপ্ন গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা।

ফুলের মতো নিষ্পাপ ছিলো

তোর আমার ভালোবাসা,

স্বপ্ন গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা।

কলিজার ছুটি ভেঙে গেছে..

ভিজিয়ে চোখের পাতা,

জনমের ঘুম ঘুমাইলা বন্ধু

আমায় করে একা।

আর হবে না,

ওরে আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা,

আর হবেনা দেখা রে বন্ধু আর হবেনা দেখা।

Más De Singer Aslam

Ver todologo

Te Podría Gustar